তুমিই শিখিয়েছিলে
 'গুহার মানব' -কে,
 কী- ক'রে জ্বালাতে হয়____
 'আলো' ।
 তাই তারা পাথরের 
 ঘর্ষণে জীবনের ___
 রং বদলালো !
_______________
তুমিই বুলিয়েছিলে____
 মুনী-ঋষিদের কানে,
 আলোর 'মন্ত্র_
 জাদুকাঠি'? 
তাই তারা সমবেত-
 প্রার্থনা -তে আলো পেতো।
 পেতো- না জীবনের ___
'যন্ত্রণা'- টি!
______________
তুমি- কি শেখাতে রোজ----
 আল্লার রসুল-কেঃ
" গুহাতেই আলো- জ্বালো
 নবী "!
তোমার প্রেমে আকুল----
 সূর্যমুখী ফুল !
তুমি তার 'আরাধ্য -
ছবি'!
________________
হে সূর্য! ওদের---
 'আদর্শে' তুমি জ্বলতে!
 সেদিন 'রাত্তিরে'___
 হয়ে যেতে সলতে!
 আর, আজ----
 ডুকরে- ডুকরে কাঁদে
 আঁধারের মূর্ছনা!
 তবুও ___
"তমসো মা জ্যোতির্গময়",
 শেখাচ্ছ -না ?
কেন,কথা বলছো না?
     ।।  সমাপ্ত।।