দে দেগে দে আমায় তোরা  নতুন করে সাজি
করোনা -- ওতো দূরের বানী জ্বালা প্রদীপ আজি।

 স্কুল কলেজ বন্ধ হয়েছে  বন্ধ বাজার খানা
কী খেয়ে পেট ভরাবে সবাই বাই্ররে বেরোতে মানা।।

করাল করোনা ঘাপটি মেরে ভয় দেখিয়ে মনে
ধূসর পথে উদাস কিশোর বসে একাসনে ।
ভোর না হতেই মানুষ সবাই বলে মাস্ক চাই
হতাশ দোকানি কী করে পেট ভরাবে ভেবেই পাচ্ছেনা।।