এ এক অন্যরকম যুদ্ধ
অদৃশ্যের সাথে অদৃশ্যের;
অশরীরীর বিরুদ্ধে পরোয়ানা জারিতে
গৃহবন্দি সাতশো কোটির পৃথিবী।
ভীত মন ঘোষনা করেছে 144 ধারা,
কে যেন হুঁশিয়ারি দিচ্ছে অহরহ- 'সাবধান',
অদৃশ্য কোন কমরেড বলছে চেঁচিয়ে-' দুনিয়ার মানুষ এক হও।'
কে যেন শোনায় বানী 'উচ্চ নীচ ধনী গরীব বন্ধু শত্রু দূর রহো...'
পাড়ায় আর কোন উৎসব নেই
ব্রিগেডে কোন মিছিল নেই
জ্বালাময়ী ভাষণ বক্তৃতা সমাবেশ নেই
কেউ কাউকে হাত ধরে টেনে নিয়ে যায় না অন্ধকার ঝোপে
কুস্তি মস্তি তিন ইয়ারি -কিচ্ছু নেই।
শুনশান রাজপথ
কে ডেকেছে বনধ্?
কোথাও তো কোনো সাইরেন শোনা যায় না
শুধু দু একটা হাঁচির শব্দে -
ঝটপট জানালা নেমে গেল সবকটি ঘরে।
কেউ তো বন্দুক উঁচিয়ে বলে নি 'লাইনে দাঁড়াও'
শুধু মোড়ের মাথায় দাঁড়িয়ে একজন ' মাস্ক' ফেরিওয়ালা
তার চোখেও খেলা করে অদৃশ্য কোনো ভয়।
আশ্চর্য এক ত্রাস!
আশ্চর্য এক যুদ্ধ!
0 Comments