করোনা, তুমি এক মারণ ভাইরাস।
প্রতি মুহূর্তে স্তব্ধ মানুষের
নিঃশ্বাস, প্রশ্বাস।।
ভয়ংকরী করোনা।
প্রতি মুহূর্তে প্রাণ নিতে তুমি
ছাড়োনা।।
কতটা প্রাণ নিলে তুমি
শান্ত হবে?
তান্ডব তোমার বন্ধ হবে।।
তুমি কোনো নতুন অতিথি নও।
বহুবার এসেছো তুমি মহামারীর সাজে।
আছড়ে পরেছো এই সুন্দর সমাজে।।
কিন্তু জেনো আমরা বাঙালী।
আমরা লড়তে জানি।
আমরা বাঁচতে জানি।
আমরা হারাতে জানি।
করোনা
আমরা রুখে দেবো তোমার
অতর্কিত হানা।।
0 Comments