(১)
বন্দুকের বুকে ঘুমোয় 'টোটা'।
সে যখন বুকে দেয়___
সহিংস ঝাঁপ -----
বোঝা যায়__ বাপরে !
তার জেগে' ওঠা ! (২)
একখানা 'রামধনু' ___
সাতখানা__
রঙ- নিয়ে গড়া ।
অথচ___
একটা চেয়ে দেখো,___
মানবে -না এই মশকরা !
(৩)
মাঝে জল থৈ- থৈ ----
নদীর দু'ধারে দুটো কূল।
এক-খানা -পাড় ভেঙ্গে দেখো,
পেট -ভ'রে জল খেয়ে ----
ভেঙে যাবে ভুল !
(৪)
এক -বিন্দু 'রোদ-কণা',
এক -ফালি 'চাঁদ' !
বানাতে চেষ্টা করে ---
মূর্খ -উন্মাদ !
(৫)
আষাঢ়ের মেঘ দেখে',
শরীর পেখমে ঢেকে',
যতো ইচ্ছে নাচ করো ---
'ঝুমুর -ঝুমুর'!
সবাই বলবে হেসে'-----
"নকল- ময়ূর"!
(৬)
তোমরা যাকে বলো, 'নোংরা খড়-কুটো'!
সে-গুলোতে বাসা বোনে__
বুনোপাখি -দুটো !
(৭)।
'সোফা- খানা' বসবার,
'বাঁশি- খানা' বাজাবার জন্য!
'সোফাতে' সবাই বসে__
'বাঁশিতে' সবাই -কি গণ্য?
(৮)
শীতে,হাড়-কাঁপা শীত!
হবেই -তো !
বর্ষায় বানভাসি ?
হবেই- তো !
রুটি ক'রে সেঁকে দেবে ---
বৈশাখী -রোদ !
মানলে, ভালো কথা।
রাগলে, নির্বোধ!
।।সমাপ্ত ।।
0 Comments