এ যেন মগের মুলুক
সাহিত্যের-ই গ্রুপ,
এডমিনেরা লুটছে লেখক
নিজেই থেকে চুপ।

ইচ্ছে মত আকাশ ভাগে 
আল থাকেনা জানি, 
গ্রুপের পেজেও তেমনি করে
লেখক টানা টানি।

লেখা দিলে খুশি থাকে 
গ্রুপের এডমিন বাবু,
ছাপতে গিয়ে তিনিই তখন
কবির কাছে কাবু।

জলের দাম স্বজল ধারায়
লিটারে এক টাকা,
কবিদের কিনছো সেথায়
শুধুই ফাঁকা ফাঁকা।

সস্তা মালে বস্তা ভরে
সাজায় লাটে কত,
কবিরা কি এমনি কোন
সস্তা মালের মত?