পলাশ ঝরিছে পড়ে
অবকাশে
নিঃশব্দ সমীরে !
এই তো একটু আগে
শিলাবৃষ্টি
করোনার-ই মহাবিহারে !
দিগন্তের আলোকরেখা
নিভে - নিভে আসে
তবুও দিল্লী অন্ধ্র কেরালার
মানুষের সাথে
আমাদের হৃদয়ের নেই কোন
অমলিন স্নায়ুচর্চা !
ইতালী আমেরিকা স্পেন বা চীন
সকলেই একইপথে
একসাথে
নিবিড় মুখর দিন পেতে চায় -
গাছেদের মতো করে
পাখিদের মতো করে
করোনার মতো করে নয় !
আজ তাই ধর্ম নয়
কুসংস্কার নয়
প্রস্ফুটিত গোলাপের মতো করেই
ফুলেদের পাপড়ির মতোই
প্রতিটি পদক্ষেপ
ধীর হওয়া চাই।।
স্হীতধী চেতনার কাছে
করুন মিনতি আজ
জনাদেশ
মেনে চলা চাই ।।
-
0 Comments