আমার স্বদেশে সবকিছু আছে,
কেবল এদেশে সুভাষচন্দ্র নেই!
ঘরে ফিরবার কথা ছিলো তাঁর
চেয়ে থাকি পথ, আজও এই আশাতেই!
সবাই রয়েছে, সব-ই রয়েছে--
সেই সিংহ-টি নেই!
_____________________
আছে নদী-নালা, মরু- গিরি- মালা
সমুদ্র- প্রান্তর।
আছে অসংখ্য জনসমষ্টি,
রকমারি বাড়িঘর।
আজও বেঁচে আছে ঋষিদের বাণী,
কতো পবিত্র- বই!
গৌরবময় ইতিহাস আছে,
প'ড়ে গর্বিত হই!
আছে রবীন্দ্র- প্রেমচন্দ ও
নজরুল ইসলাম।
আছে সেই মাঠ, সোনালি- ফসল,
চাষিদের দেহে ঘাম !
কতো- যে ধর্ম, কতো ধার্মিক,
সুলিখিত দর্শন।
আছে মৌলভী, আছে পুরোহিত,
মন্ত্র -উচ্চারণ।
অতীতে যা- ছিলো, এখনো -তা' আছে
দুর্ভাগ্য-টা এই---
সবাই রয়েছে, সব-ই রয়েছে,
শুধু সেই -ছেলে নেই!
______________________
রয়েছে এখনো বেশ বদগুণ,
অন্ধ কু-সংস্কার!
ছোঁয়াছুঁয়ি মেনে' ভাগাভাগি আছে
বিভেদ -বাছ-বিচার!
ঝাড়ফুঁক আছে ,তুকতাক আছে,
'ডাইনী'বলার লোক।
কেউ-বা ঠকছে, কেউ ঠকাচ্ছে--
লোভে জ্ব'লে ওঠে চোখ!
জাতপাত নিয়ে বাড়াবাড়ি আছে,
মারামারি -অভ্যেস!
কেউ নির্ধন, ধনশালী-গণ---
বিদেশে নিরুদ্দেশ !
কেউ নির্দল, কারো বহুদল---
মালা-বদলের গুনে !
কোনো- কোনো নেতা চরিত্রবান--
কাউকে -বা খেলো ঘুনে!
'হাওলা- গাওলা-কেলেঙ্কারি'র
নাম যেন শেষ নেই!
এ -সময়ে যদি সুভাষ থাকতো!
আক্ষেপ করি এই!
।।সমাপ্ত।।
0 Comments