(১)
'ধর্ম -উন্মাদনা' চায়
'তাজা- রক্ত ক্ষয়'!
'কর্ম -উন্মাদনা' গায়___
জীবনের জয় !
(২)
'বড়ো- বড়ো ষড়যন্ত্র',
' বড়ো- বড়ো দান'।
'গোপনতা' ভালোবাসে___
শোনো পেতে' কান !
(৩)
অনাবৃষ্টি হ'লে বলি__
" নামো বৃষ্টি নামো"!
অতি -বৃষ্টি দেখলে বলি _
"পচা -বৃষ্টি, থামো"!
(৪)
চালাকি'র কাজ হলো,
টোপ- গেঁথে ফেলা।
বোকামির পরিচয় _
সেই- টোপ গেলা !
(৫)
এ -যুগে __
সাঁতার শেখে- না খোকা,
দীঘি -জলে নেমে ।
তাই___
দুপুর কাটছে তার __
' ফ্রি -ফায়ার গেমে'!
(৬)
কোনোদিন __
'দুটো -ফুল' শুকোবে না।
বীরপ্রসূ -বাংলার ___
এটাই আনন্দ!
ফুল- দুটো__
'স্বামী বিবেকানন্দ',
এবং 'সুভাষচন্দ্র' !
(৭)
যাওয়ার আগে 'সূর্য' করে,
আসার 'অঙ্গীকার'।
তাই ___
হাজার -রাত ফুরোয় তবু
নড়চড় নেই তার!
।।সমাপ্ত।।
0 Comments