আলোর যাত্রীরা চলো!
আকাশের বোঁটা ছিঁড়ে__
এনে দাও, সকালের আলো!
অনাস্থার যুগে এই__
অন্ধকার- সময়েই__
আকাঙ্ক্ষার 'শুকতারা' জ্বালো!
জ্বেলে দাও প্রতীক্ষার আলো!
_________________
আজ___
ভালো- ভাবনা ও কাজ__
হাত-পা গুটোয় ।
'ধর্ম' ঠিকাদারদের__
হাতের মুঠোয় ।
এবার বাঁচুক লোক,
সন্দেহ দূর হোক।
মুছে' দাও দুরাশার কালো!
ভ'রে দাও চোখ- ভ'রে আলো!
___________________
আজ __
'রাজনীতি' কী-রকম,
মাথা-মুণ্ডু নাই !
তা' -বোঝায়, হীন 'স্বার্থ-
চরিতার্থতা-ই'!
অসাম্যের মূল- টাকে,
ধ'রে টেনে' তোলো তাকে__
এ- আপদ না -থাকাই ভালো!
আগমনী -আলো জ্বালো, জ্বালো!
।। সমাপ্ত।।
0 Comments