আবার পৃথিবী হাসবে
আবার মানুষ প্রেমে ভাসবে
আবার ধরা করোনা মুক্ত হবে
সে তার উৎসে ফিরে যাবে
আবার পৃথিবী হাসবে l
আবার মানুষ বিজয়ের গান গাইবে
আবার মানুষ প্রকৃতির দিকে চাইবে
আবার মানুষ ভূমা- প্রকৃতিতে বেড়াবে
আবার মানুষ পৃথিবীর বুকে হাসবে l
আবার মানুষ সংগ্রামের ইতিহাস রচিবে
আবার সে যুদ্ধে তলোয়ার উঁচিয়ে রাখবে
আবার মানুষ সংগ্রামের ডাক দেবে
আবার মানুষ মনুষ্যত্বের প্লাটফর্মে দাঁড়াবে
আবার মানুষ পৃথিবীকে সুরভিত করবে
আবার মানুষ পৃথিবীকে বাসযোগ্য করবে
আবার মানুষ পৃথিবীর আকাশে মিটমিট করে হাসবে l
0 Comments