।।ছোটদের কবিতা।
পিংলা ! তোর ঠাকমা'র নাকি
মাথার খুব গোলমাল?
বকছে কেবল যাচ্ছেতাই---
বিড়বিড় ক'রে সাঁঝ সকাল?
হাসছে যখন, কাঁদছে তখন ---
ছুটতে গিয়েই থামছে!
দিনের মধ্যে তিনশ'বার
তাল-দিঘিতে নামছে?
খাচ্ছে চুষে' ঘাটের মাটি
পরের উঠোন ঝেঁটোচ্ছে---
ছেলেপুলে সামনে পেলেই
খুব গুমাগুম্ পিটোচ্ছে ?
নিজের ধমক নিজেই খেয়ে
ডরে করে হাঁসফাঁস !
ডাক্তাররা এলেই বলে:
'চিবিয়ে খাবো হাড়-মাস'?
পিংলা ! তোর ঠাকমা বুড়ির
কী হয়েছে ব্যারাম রে?
দেখতে যাবো, নিয়ে যাবি?
দেবে না- তো কামড়ে?
।। সমাপ্ত।।
0 Comments