দিনের আলোকে আচ্ছন্ন করে রাতের বেদনায়
আমরা প্রভাতের লাল সূর্যকে ডেকে আনি গগণে, ওই সন্ধ্যা আসার আগে জ্যোতিষ্কের আনাগোনা
অজস্র নক্ষত্ররা মানবতার মুক্তি আনবে বনে বনে।
নিঃশ্বাসের শব্দে ঈমানের স্বপ্ন স্ফুলিঙ্গ দিন গোনে
সময়ের অপেক্ষায় ভাঙা পৃথিবীতে বিজয় আনবে,
অনুচ্চারিত শব্দে বিজয় পতাকা উড়বে বিপ্লবী বনে
স্বাধীনতার ফাঁকির ফাঁসে নীরব দহনে হৃদয় জানবে।
জাত পাতের পাগলামী করে, মুখোশধারীর আমলারা
চাকভাঙতে যাসনে তোরা, মুসলমানের হামলা করে,
বিরতিহীন বিশৃঙ্খলায় ঝরা পাতার হাহাকারে দিশেহারা
বুলবুল নতুন জমিনে কালিমার বাণী শোনাবে প্রাণভরে।
0 Comments