সৈয়দ আনোয়ার ,
'বাংলার মাটি, বাংলার জল,
বাংলার বায়ু, বাংলার ফল'----
কী- মোহতে প'ড়ে, দুই পিস ক'রে
এতো ক্ষতি ক'রে, গেলি কারা বল!!
ওদিকে 'বাঙাল', এইদিকে 'ঘটি',
'বাঙালে'র ঘরে শোভা পায় বঁটি ।
'ঘটি' ঘোরে-ফেরে, পায়ে প'রে চটি,
তাতে কতো সুখ--- হে ভগবান !!
বাংলা -মায়ের মাঠ ও বাতাস
দুই -পারে আজও করে হা-হুতাশ!
লজ্জ্যা হউক, লজ্জ্যা হউক,
লজ্জ্যা হউক, হে ভগবান!!
টুপি-দাড়ি আছে নিজ- জায়গাতে
টিকি দোল খায়, তেমনি মাথাতে!
সব যদি ঠিক, হায়! ছি,ছি!ধিক!
বাংলা -মায়ের চোখে কেন জল!!
বারো মাসে হয় তেরো-টা পাবন
কোলাকুলি হয় আগের মতন।
তবু ঠোকাঠুকি হিন্দু- যবন---
কিসের কারণে ধর্মে পাগল !!
এতো যদি লোভ, এত যদি পাপ
ভুলের মাশুল দেরে চুপচাপ।
মাঝে কাঁটা-বেড়া, দুই দিকে ভেড়া
ব্যা-ব্যা কর্, ওইটাই সম্বল!!
।।সমাপ্ত।।
0 Comments