।।ছোটদের জন্য লেখা স্বরচিত কবিতা।।
এই এক কিল- টা হাল্কা-হাল্কা
দুই-কিলে- তে জখম !
তিন- কিলে- তে সব আঁধার
দেখবি অন্যরকম!
চার কিলেতে বুঝলি 'সরু'!
জুড়বি ভুতের নাচ তো!
পাঁচ কিলের-ই ওজন কতো?
ভাববি আগে বাঁচতো!
ছ'-নম্বর পিঠের ওপর
ফেলবে আওয়াজ 'দুম্'!
সাতের হাতে তুই কোন ছার,
বাঘ ভুলেছে হালুম !
আট নম্বর দুটোই বোঝায়
'উত্তম-মধ্যম' !
ন'-নম্বর থেঁৎলে-পিষে---
ছাতু করবে গম !
হেই ! হুঁশিয়ার! এই ফেলছি ---
ইস্! পড়্-- পড়্-- দশ----
নে বলে ফেল্--- "বশ মানলাম,
'মোটু', 'সরু'র BOSS".
।।সমাপ্ত।।
0 Comments