।।ছোটদের কবিতা 




আম খাই, জাম খাই
গিলি --চুষি--খামচাই।
বিয়ে -বাড়ি ভোজ খাই,
কতো কী- যে রোজ খাই!
কমা -দামি, এটা-ওটা
সরু -মোটা, হাফ- গোটা ।
আগা-ডগা -মাঝ- পাশ---
পাতা- ছাল -ডাল- শাঁস।
তেলতেলে -বাসি -তাজা 
ঝুরো-গলা কষা -ভাজা।
টক -তেতো -নোনা-ঝাল
চটকাই নেড়ে' থাল !
যদি খাঁটি- দই পাই ,
বাটি চাটি, চুম খাই!
যতো পাই, তত খাই।
খাই -খাই তবু বাই !

কিন্তু এ মাথা -খান 
ভেবে করে আনচান!
ঝোল খেলে' বাড়ে বল 
গোল খেলে চোখে জল?
কেন কেউ খাই -না,
নিজ- মাথা, তাই- না ?
গালাগালি- বকুনি 
লাঠি দিয়ে পিটুনি ?
দাগা খেলে' একবার 
হাসিমুখ এতো ভার ?
খাবি খেতে ডরে লোক 
'লস' খেলে করে শোক?
কেন নাই রক্ষা ----
খেলে পরে অক্কা ?
           ।।সমাপ্ত।।