।।ছোটদের জন্য লেখা স্বরচিত কবিতা।। 




দোল খায়--- দোল খায়---
রাঙা -ঝুঁটি বুলবুল !

প্রজাপতি উড়ছে
মৌমাছি ঘুরছে।
ফুলে মধু টুলটুল !
দোল খায় ---দোল খায়---
রাঙা-ঝুঁটি বুলবুল।

হাওয়া হাসে খিল্ খিল্ ,
আলো নাচে ঝিল্- মিল্।
প্রাণ-মন চুলবুল!
দোল খায় ---দোল খায় ---
রাঙ্গা- ঝুঁটি বুলবুল।

ওড়ে হাঁস ঝাঁক-ঝাঁক 
মালা যেন লাখ- লাখ---
মেঘ -বাগানের ফুল!
দোল খায়--- দোল খায়---
রাঙা -ঝুঁটি বুলবুল।

ভুলে' পথ নিজ- ঘর 
কে -আপন কে-বা পর---
কী- নেশায় মশগুল!
দোল খায় ---দোল খায়---
রাঙ্গা -ঝুঁটি বুলবুল!
 
ভোর থেকে সন্ধে---
ডালে দোলে ছন্দে।
ফোটে ফাল্গুনী ফুল !
দোল খায়--- দোল খায়---
কালো পাখি বুলবুল !!
         ।।সমাপ্ত।।