রচনা-স্থান: বন-নব গ্ৰাম,

।।গানের কথা।।

ফিরি ভাই দোরে- দোরে ,
কে দেবে মানুষ হওয়ার মন্ত্র!
কে আমার 'গুরু' হবে----
ঘুচিয়ে দেবে মানুষ- ভেদের তন্ত্র !!

জাতের বোলতা -পোকার কামড় 
ফুলিয়ে দেয় না গা ।
হাত ধ'রে ভাই নিয়ে চলো
কোথায় এমন গাঁ ?
যেখানে নেই রক্ত-গঙ্গা ---
হয়না ষড়যন্ত্র ।।

সেই দেশ আমাকে দাও ।
যেখানে ---
ধর্ম -প্রচার করতে মাইক চাইনা ।
সেই প্রেম আমাকে দাও ।
যেখানে ---
অহংকারের  নাম -গন্ধ পাই না ।।

হিন্দু এবং মুসলমানের 
তফাৎ করবে না।
আমি খুঁজি এমন সাধু 
এমন মাওলানা ।
দুজনার-ই কাছে পড়বো
'মানব- ধর্ম- গ্রন্থ'।।
(কে আমার গুরু হবে ---
ঘুচিয়ে দেবে মানুষ ভেদের তন্ত্র ?)
          ।।সমাপ্ত।।