।।গানের কথা।।
"জন্ম হউক যথা-তথা
কর্ম হউক ভালো"।---
এই- প্রবাদের আলো দিয়ে---
মোছো মনের কালো।
(সবাই মোছো মনের কালো।)
গরু এবং মেষ চরাতে
কৃষ্ণ যেতেন মাঠে।
দুম্বা নিয়ে বিশ্বনবীর
কষ্টের দিন কাটে।
প্রভু -যীশুর জন্ম- কথা
আস্তাবল শোনালো।।
(জন্ম হউক যথা -তথা
কর্ম হউক ভালো।।)
এ -সব মহা-পুরুষ দেখে'
নোয়াও তোমার শির।
কেন রামের বুকে মারছো ছুরি
নবীর বুকে তীর?
রাম, গুহকের মিতা হলেন---
বেঁধে বাহুর ডোরে।
যীশু-মোহাম্মদ হেঁটৈছেন,
একটাই পথ ধ'রে ।
হিংসে নয় প্রেমের মন্ত্র---
সব থেকে ধারালো!!
(জন্ম হউক যথা-তথা---
কর্ম হউক ভালো।।)
।।সমাপ্ত।।
0 Comments