।।ছোটদের কবিতা ।।
বেলপুকুরে কাৎলা মাছ
পুকুর- পাড়ে তেঁতুল গাছ।
তেঁতুল গাছের মগডালে
থাকতো সারস খোশ-হালে।
সঙ্গে ছিল দুই ছানা
ছানার ছিল ঢের খানা।
নদীর বোয়াল, ডোবার চ্যাং
মিষ্টি বিলের কাঁকড়া, ব্যাঙ।
আদর ছিল বাপ- মায়ের--
কতো -না সুখ দুই ভাইএর!
সেই ছানারা গাইতো গান
সকাল -সন্ধ্যা ডাক সমান।
দুপুর রাতেও কোয়াক্ -কক্
গাইতে তাদের জাগতো শখ ।
যখন চোখে আসতো ঘুম
মা-বাপ তাদের খেতো চুম।
রোজ দুপুরে দুই রাখাল
দেখতো তাদের সুখের হাল।
গুলতি -হাতে আজ আবার
দুপুর -বেলায় পুকুর- ধার---
কখন এলো সেই দু-জন ,
কেড়ে নিলো মায়ের ধন !
মিলিয়ে গেলো গানের রেশ
হারিয়ে গেল বাপের দেশ !
কাঁদলো কত ওদের প্রাণ
সুখ হারালো ---হারালো গান!
মা-বাপ ডুকরে কয় কেঁদে---
দে বাছাদের ফিরিয়ে দে!
ওরে রাখাল শোন্ কাঁদন----
ফিরিয়ে দে মায়ের ধন!!
।।সমাপ্ত।।
0 Comments