কি যে সুখ পাই তব প্রভু
তোমার প্রিয় শত নামে,
এতই ব্যথার মাঝেও
ঘুম নামে খুব আরামে।
মধ্যরাতে যিকির করি
ঘুমভাঙা নব সুরমায়,
নিবিড় বন্ধনে নিজেকে
দেখি নিজ আয়নায়।
সব ভুল ভ্রান্তির নিরসনে
ক্ষমার তান তোল নিঃশ্বাসে,
মুক্ত হৃদয়ের আকুতি নিয়ে
ভোরের আজানে সুর ভাসে।
রাত্রির ঘুম ভাঙা আকাশে
জান্নাতের প্রতিশ্রুতি আসে
জবিউল্লার তোরণ হাতে নিয়ে
কে আসে সুবাসিত আভাসে!
তোমার অসীম দরবারে প্রভু
এসেছি যে গুনাহগার হয়ে!
ক্ষমার দুয়ার খোলো অধমের
দাও ওগো ঠাঁই এ দগ্ধ হৃদয়ে!
বসিরহাট
৩১/০৭/২০২০
0 Comments