আমার কলম চলবে-জেনো,
মানুষ যদি মরে,
আমার কলম চলতে থাকে-
ন্যায় বিচারের তরে।
আমার কলম গর্জে ওঠে,
দুধ না পেলে শিশু,
আমার কলম বলবে কথা,
ভাত না পেলে যিশু।
আমার কলম জীবন্ত হয়,
কৃষক না দাম পেলে,
আমার কলম তুর্কি নাচে-
মাছ না পেলে জেলে।
আমার কলম বিভেদ ভোলায়-
শেখায়- ন্যায়ের বাণী,
আমার কলম মান্যতা পায়-
আছেন যারা জ্ঞানী।
আমার কলম জানায় দাবি -
বেতন সমকাজে,
আমার কলম ধ্বংস খোঁজে,
যে কাজ গুলি বাজে।
আমার কলম বন্ধ সেদিন,
বন্ধ যেদিন শোষণ-বাদ,
আমার কলম বন্ধ হবে
যেদিন বন্ধ মিথ্যা-বাদ।
0 Comments