।।গানের কথা ।।
কাগজ ছেঁড়ো, কলম ভাঙো---
আমার এ- মন ভেঙোনা ।
তার চেয়ে অনেক ভালো---
মরন- যাতনা।
তুমি আর---
দূরে থেকো না।।
আমার এই বুকটাতে
খড়-কুটো ঘর পাতে।
এর-ই নাম ভালোবাসা---
তা -কি বুঝো না !
জানো না-কি,এ- ঘরের---
কারা দুজনা !!
কী- হবে একা শ্যামে,
রাধা যদি নেই বামে!
কী হবে তমাল- ডালে
বেঁধে ঝুলনা !
কী- কাজে লাগবে আর---
প্রেম -যমুনা !!
।।সমাপ্ত।।
0 Comments