পাহাড় ডিঙিয়ে আনব ছিনিয়ে
নারীর শত শত অব্যক্ত অধিকার,
প্রাণের জল্পনা মিটিবে রে সেদিন
সেতু বন্ধনে আবদ্ধ হবে পারাপার।

একাকি যুঝিতে পারিব এই মল্ল রণে
বিধ্বংসী সমাজের কলুষিত অঙ্গনে,
লক্ষ কোটি চিত্তে জাগাব সমাচার
এসো সবে সত্যের ঊষা! এই সনে।

পুণ্যে করো মৃত্যুজয়ী বিদূরিত ছন্নে
পঙ্কিলতা ছেড়ে আনো মিরাসের পণ্য,
হে ইসলামী! এই শান্তির ভবন গড়ো
জীবন পাতায় রাখো নারীর সুপ্ত অন্ন।

স্নিগ্ধ ভোরের আলো ফিরিয়ে আনব
নিবিড় রাত্রির অবহেলিত নীরব বুকে,
নষ্ট হওয়া অধিকার বুঝে নিতে এখনই
বাতাসের পাহারায় বাতিল দেব রুখে।