।।


       
          ।।শান্তির গান ।।
এ-দিকে কৃষ্ণ, ও-দিকে কংস 
এ-দিকে সৃষ্টি , ও-দিকে ধ্বংস!
ও-দিকের লোক ---লালায়িত- চোখ!
হাতের ছুরি ও খড়্গে লেগেছে
শান দিতে---- শান দিতে!
আর----
এ-দিকে আমরা জন- গন- মন,
এক-জোট- হয়ে করি মন্থন!
মৈত্রী- অমৃতে ঘর ভ'রে দিতে ---
শান্তিতে ---শান্তিতে !!

ও-দিকে মানব-জাতির বৈরী
রক্তবীজেরা হচ্ছে তৈরি।
পচা -নর্দমা , বুকে করে জমা!
দেশে -দেশে চায়--- বিদ্বেষে ঠাঁই!
দাঁতে সেই বিষ, করে নিশ-পিশ ---
ধর্মে -ধর্মে মর্মে -মর্মে।
কিলবিল করে দাঙ্গা কর্মে !
উল্লাসে মেতে আছে ওৎ- পেতে ---
প্রাণ নিতে ! প্রাণ নিতে!!

এ-দিকে আমরা জয়ে প্রত্যয়ী,
এ -যুদ্ধে হবো নিশ্চয় জয়ী!
ভাই -ভাই আছি হাতে হাত রেখে',
প্রীতি -ডোরে বাঁধা আছি প্রত্যেকে।
দানবের সাথে, ঘোর সংঘাতে---
জোর প্রস্তুতি পাল্টা -আঘাতে !
পারবে -না চোর কেড়ে' নিতে ভোর!
বন্ধন-ডোর ক'ষে বেঁধেছি-যে---
কব্জিতে ---কব্জিতে !!
               ।।সমাপ্ত।।