যারা      বাংলা ভেঙে ভাগ করেছো,
তোমরা    বাংলা ছাড়ো!
এ-পারে ও-পারে আর--- 
পায়ে নেই মাটি তোমার !
এই      বঙ্গদেশের অঙ্গ কেটে'
পাপ করেছো!
তোমরা     বাংলা ছাড়ো!!

এই     সবুজ - বাংলা-  মায়ের বুকে,
আমরা - তো বেশ ছিলাম সুখে!
তোমরা       ধর্ম - ছুরি মর্মে মেরে'
সব কেড়েছো!
তোমরা        বাংলা ছাড়ো !!

এজিদের হিংসা আছে---
তোমাদের     রক্তে শিরায় !
কংস     জ্যান্ত আছে -----
তোমাদের      হত্যা-লীলায়!!

আজ      তোমার বিচার এবার শুরু!
পালিয়ে কোথা বাঁচবে গুরু?
বলো     কিসের দোষে আমার মাথার
ছাদ       কেড়েছো?
তোমরা     বাংলা ছাড়ো!!
               ।। সমাপ্ত।।