শোনো - শোনো---
যে -বাংলাকে 'সোনার- বাংলা'
নামে ডাকলাম।
যে -মাটিতে গঙ্গার নাম--
পদ্মা রাখলাম!
সেই - মাটিতে দাঁড়াই যখন---
কাঁটা - বেড়ার ধারে।
হায়!   ব্যথার সারেঙ্গীটা কাঁদে 
আমার    একতারাটার তারে!!

যে- মাটিতে শরৎকালে 
মা -দুর্গা আসে!
যে - আকাশে ঈদের চাঁদ 
ফি-বছর হাসে !
যে -মাঠেতে ---
হিন্দু-মুসলমান- মিলে ---
ধানের বীজ গাড়ে।।
(সেই মাটিতে দাঁড়াই যখন---
কাঁটা বেড়ার ধারে ।
হায় !    ব্যথার সারেঙ্গীটা কাঁদে
আমার      একতারাটার তারে!!)

বছর ঘুরে ---
ছ' - বার ছ' টা ঋতু আসে,
তোমার -আমার জানা ।
শুধু     কাঁটাতারের বেড়ার পারে 
মানুষ যেতে মানা !!

এ-পার থেকে ও-পার দেখি--- 
আকাশ এখন দুটি !
একটা মায়ের দুটো ছেলে 
দুঃখে মাথা কুটি !
কেন আজ ---
'সোনার বাংলা' বলতে গিয়ে---
বুকে মোচড় মারে !!
(সেই মাটিতে দাঁড়াই যখন ---
কাঁটা - বেড়ার ধারে।
হায় !    ব্যথার সারেঙ্গীটা কাঁদে 
আমার      একতারাটার তারে!!)
                 ।।সমাপ্ত।।