।।ভোজন - সংগীত।।
বলি ভাইরে ---
আমার ভোজন- পূজনে
দিন কেটে যায়।
ভজন- পূজনে মন নাই।
এই পেট- ঠাকুরের
ভোগ দিতে- দিতে ----
সাত- রাজার- ধন ফুরিয়ে যায়!!
আমার ধূপ-ধুনো হ'ল---
বিড়ি- সিগারেট ।
প্রসাদের থালা,
চকচকে পেট !
পূজার মন্ত্র ---খেয়ে নাক- ডাকা,
তুলোর গদিকে শুনিয়ে যাই।।
আবার ভোগে দেরি হ'লে
জ্যান্ত- ঠাকুর---
'ছুঁচো-ডাক' ছেড়ে
দেখান মুগুর!
সঙ্গে- সঙ্গে ভুঁড়ি -দেবতাকে
এক - বাটি কলা - মুড়ি পাঠাই!!
।। সমাপ্ত।।
0 Comments