।।স্বরচিত গান ।।
---সৈয়দ আনোয়ার ।



।।মায়ের প্রয়াণ - দিবসের গান ।।

আমার       মায়ের প্রয়াণ- দিবসে
মা-যে আমার হাত- টাকে ধ'রে থাকে!
সেই       আগের মতোই কপালে আমার
চুমু'র  দাগটি আঁকে!
বলি হে -ঠাকুর ! অমর স্বর্গে --
ভালো ভাবে রেখো মা'কে!!

আমাকে আবার নিয়ে যায় মা---
সোনা-  ঝরা শৈশবে!
আদর - গল্প- চুল আচঁড়ানো---
চ'লে যাই সেই সবে।
ঠিক সেই -ভাবে একগাল হেসে'
'খোকা' -নাম - ধ'রে ডাকে !
(বলি হে ঠাকুর! অমর -স্বর্গে ---
ভালো - ভাবে রেখো মা'কে!!) 

মায়ের কথাটি মনে প'ড়ে  যেই 
চোখ জলে গেলো ভ'রে!
অমনি সামনে দরদিনি মা 
দাঁড়ালো আঁচল ধ'রে!
এতো 'খাঁটি- মা', 'অমূল্য - মা'---
আর কোথা পাবো তাকে!
(বলি হে ঠাকুর! অমর স্বর্গে
ভালো-ভাবে রেখো মা'কে !!)
            ।।সমাপ্ত।।