।।গানের কথা ।।
আমার --
বর্ধমানে গ্রাম ।
বন্ধু বলরাম ।
সুগারে ভুগে - ভুগে 
কবেই গেছে ম'রে ।
তবু তার স্মৃতিকথা--
আছি এ-বুকে ধ'রে !
বন্ধু-কে ভুলি কী- ক'রে !
বলো ভাই! বন্ধুকে ভুলি কী-ক'রে !!

আমার গর্বে তার 
উঁচু হয়ে যেতো মাথা ।
কপালে ঠেকিয়ে নিতো 
আমার গানের খাতা ।
নামী-দামী শিল্পীরা 
গাইলে আমার গান--
যেতো কলকাতা শহরে ।।
(বলো ভাই! বন্ধুকে ভুলি কী- ক'রে !!) 

আজ সে অনেক দূরে --
আমার কাছে -তো নাই!
তবু---
তার সে -টিনের ঘর,
ডাকে যেন, আয় ভাই !!

বাড়ির পুজোতে তার 
অষ্টমীর দিনে ।
আমাকে আনতো ধ'রে 
ঘর থেকে টেনে -টেনে ।
জাত-পাত -ভোলা সে,
মমতার মাটি ছিলো---
মুসলিম-টার শিকড়ে!!
(বলো ভাই! বন্ধুকে ভুলি-কী ক'রে!!)  
               ।।সমাপ্ত।।