তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় সত্য ফুটে ওঠে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় সমাজের ছবি ভাসে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় নির্যাতিতরা স্থান পায় না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় কোন জ্ঞান গবেষণা থাকে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় সত্য মিথ্যার পার্থক থাকে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় ঘুমন্তদের ঘুম ভাঙে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় জালিম শাষকের ঘুম কারে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় পথিকরা পথ পায় না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় মানবতার কথা থাকে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় দাসত্বের শৃঙ্খল ভাঙে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় অপসংস্কৃতির প্রতিবাদ থাকে না।
তুমি কেমন লেখক?
যা তোমার লেখায় শত্রুদের চেনা যায় না।
0 Comments