।মুখোশ -খোলার গান।
ঘেয়ো- কুকুরের মতো---
পথে কেউ ধুঁকবে !
কেউ পাকা- ঘরে বিরিয়ানি শুঁকবে।
না- না এ-রকম অবিচার চ'লবে-না!
কেউ নর্দমা থেকে তুলে'
পচা -ভাত খাবে ।
কেউ পানাহারে ট্র্যাডিশন রাখবে।
না -না এরকম বজ্জাতি চলবে না।।
কারো সাম্যের বুলি শুধু মুখেই ।
তার চোখে জল নেই কারো দুখেই !
শুধু 'জীবে দয়া' অভিনয় ---
আর কিছু নয় !
তারা আখের গুছিয়ে সুখে থাকবে।
না -না এরকম ভন্ডামি চলবে না।।
এলো স্বাধীনতা কতো যুগ আগে!
তবু আজও লোক পথে ভিখ্ মাগে!
বলো এ -কথার উত্তর ---
কে তোমরা দেবে!
এই অভিশাপ -জ্বালা কে ঢাকবে?
বলো আর এই চালাকি চলবে না!
চলবে -না ! চলবে -না ! চলবে- না !!
।।সমাপ্ত।।
0 Comments