।।গানের কথা।। 

তোমাকে বাঁধলাম
চোখের তারায়।
তোমাকে রাখলাম
কড়া পাহারায়।
যাতে---
সতীনের দল এসে'
হাড় না জ্বালায়।
ডাইনীর পাল এসে'--
নিয়ে না পালায়।।

মায়া'র ছলনা ক'রে 
ঘেঁষে- ঘেঁষে কাছে এসে।
কখন -যে গিলে নেবে--
কাঁদবো আমিই শেষে !
কেউ---
ঢুকতে পারে না তাই--
ত্রি-সীমানায় !!

লোকে--
কাক-তাড়ুয়া ব'লে 
গালি দেয় দিক।
দিনকাল যা পড়েছে,
এ -নীতিই ঠিক ।।

হেঁশেল ঘরের কাছে 
বিড়াল কেন যে ঘোরে ।
এর ঠিক উত্তর ---
জেনেছি ঠেলায় প'ড়ে !
থাকি ---
ঘরের দুয়োর-টাতে
খিল মেরে তাই !!
           ।।সমাপ্ত।।