।।গানের কথা ।।
এই চাঁদ -জ্বলা রাতে,
সোনা- জ্যোৎস্নাতে ---
আমার প্রিয়াকে ভারি
মনে পড়ছে ।
আর ক'টা দিন পরে
সে আসবে ঘরে ।
আলপনা রূপ -দিয়ে
মন ভ'রছে ।।
তুলো -তুলো মেঘ -গুলো
উঁকিঝুঁকি দিয়ে যায় ।
ঝিল্- মিল্ কোন তারা
'তার' মতো চোখে চায় ।
ফুল ফুল-শয্যার -----
আয়োজন করছে ।
(আমার প্রিয়াকে ভারি
মনে পড়ছে ।।)
তুলসী-তলার দীপ
হাসি-মুখে ভাবে :
কবে সেই লক্ষ্মীর
জাদু-হাত পাবে ।।
উঠোনের লতাগুলো
দখিনায় দোল খায় ।
তার চলবার পথে ----
পাপড়ি বিছাতে চায়।
কী- দেবে বাতাস, ভেবে'
ঘোরাঘুরি করছে।
(আমার প্রিয়াকে ভারি
মনে পড়ছে ।।)
।।সমাপ্ত।।
0 Comments