মেঘগুলো থমকে গেছে কোন সে পাহাড়ে?
ঝড়েরা বৃষ্টির সম্ভাবনায় অদ্ভুত স্থিরতা আনে,
মানুষের জীবনে বৃষ্টি নামে সবাইতো জানে
সেইরূপ বৃষ্টির পূর্বাভাস থাকে বাতাসের কানে।
বজ্রের নিনাদে ভেঙে যায় কঠিন কঠোর দুয়ার
এমন সময় দু'পশলা বৃষ্টি নেমে আসুক হৃদয়ে,
ঝড় বৃষ্টির দাপটে মাথা উঁচু করে বেঁচে থাকা যায়
নতুন শব্দের জাল বুনে নতুন নতুন সাজ নিয়ে।
বৃষ্টির জলে অনেক মলিনতা ধুয়ে যায় বেসুরে
অবাক হওয়ার কিছু নেই সেতো সবাই জানে,
ইন্দ্রিয়ের বাধনে ক্লান্ত পথিক পথসরণীর বাঁকে
নৈঃশব্দের বুকে আরামের বিছানায় ঘুম আনে।
বসিরহাট
২৪/০৬/২০২০
0 Comments