আমার এ- দেশ, তোমার এ - দেশ
সবার কাছে সেরা।
এ - দেশের সীমানা যে,
সব - ধর্মের শুভেচ্ছা-তে ঘেরা।
এ-দেশের মাটি যেন--
জিয়ন - কাঠি , এমন মাটি !
মুসলিম-হিন্দু মিলে
এক - মাঠে ধান কাটি ।
মিলে-মিশে বাস করি -
যুগে -যুগে রাম রহিমেরা।।
এ-দেশের বাউল ফকির,
তুলে' নেয় একতারা।
খোঁজে তার মনের মানুষ--
মানুষের পাড়া- পাড়া ।।
দাঙ্গার দেশলাই-টা,
যদি কেউ জ্বালতে আসে ।
জেগে -থাকা হাজার মানুষ ,
নিবিয়ে দিই নিঃশ্বাসে ।।
হ'তে পারি গরিব -গুর্বো---
জামা -প্যান্ট -চটি -ছেঁড়া !!
(এ -দেশের সীমানা যে ,
সব -ধর্মের শুভেচ্ছা- তে ঘেরা!!)
।। সমাপ্ত।।
0 Comments