ছেঁড়া ছেঁড়া ভাবনাতে তোমাকে পাওয়া যায়না
বিলিয়েছি সবই প্রভু, হয়েছি তোমারি দিওয়ানা,
ফুল পাখিরা গান গেয়ে যায় থেমেছে কি তারা?
সমীরণ সুরে সুরে কথা কয়ে যায় হয়ে পিয়ারা!
আহা! কী মহান তুমি ওগো, ভাসমান আসমানে
সাগর কিনারায় আগুয়ান হও সেকি কেহ জানে?
ওহ্ আল্লাহ! সহিতে না পারি যে এই প্রেমাভিলাষ!
পিঞ্জরে বেঁধে নাও বধূঁ দাও নাগো গভীর আশ্বাস!
ওই গারে সুর, ওই মাতপ, আজও আসে নিঃশ্বাস
মুজদালিফা, মিনার ময়দানে বেঁচে আছে বিশ্বাস!
সবুজ গম্বুজের পরশে নীরবে নিভৃতে অশ্রু ঝরায়
আরাফাতের ভাষণের রেশ মিলিয়ো তব ইশারায়!
0 Comments