"আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য। রাগ ক্ষোভ ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমার জন্য।"
ভালোবাসাটা আল্লাহর দান। যা ধনিদের বৃহৎ অট্টালিকা বা রাজ প্রাসাদের মধ্যে পাওয়া যায় না। যা গাড়ি, বাড়ি, সোনাদানা টাকা,পয়সাতে ও থাকে না। সবাই ভালোবাসতে পারে না বরং স্বার্থের জন্য ভালোবাসার অভিনয় করে থাকে মাত্র। স্বার্থ ফুরিয়ে গেলে ভালোবাসার অভিনেত্রী বা অভিনেতারা পালিয়ে যায়। আর যারা প্রকৃত ভালোবাসে তারা কখনও ধনসম্পদ, লোভ টোপে পালিয়ে যায় না।
ভালোবাসা যদি রবের জন্য হয় তাহয় নিসার্থ ভালোবাসা। আর রবই আমাদের মধ্যে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেয়। এই জন্যই আমাদের পরিবার, সংসারে, অশান্তি কম হয়। যে পরিবারে স্বামী স্ত্রী মধ্যে ভালোবাসা নেই সেই পরিবারেই অশান্তির দাবানল দাউদাউ করে জ্বলে ওঠে । সেইপরিবারগুলো হয় যেন
দুনিয়ায় জাহান্নামের মতন।
0 Comments