আনসারুল আব্বাস 

জনাব বাবু কৃষ্ণদেব রায় জমিদার মহাশয় সমীপে-পুড়ার জমিদার বাড়ী।

মহাশয় । আমি আপনার প্রজা না হইলেও আপনার স্বদেশবাসী । আমি লোক পরম্পরায় জানিতে পারিলাম যে, আপনি আমার উপর অসস্তুষ্ট হইয়াছেন, আমাকে “অহাবী' বলিয়া আপনি মুসলমানদের নিকট হেয় করিবার চেষ্টা করিতেছেন। আপনি কেন এইরূপ করিতেছেন তাহা বুঝিতে পারা মুশকিল । আমি আপনার কোন ক্ষতি করি নাই। যদি কেহ আমার বিরুদ্ধে আপনার নিকট কোন মিথ্যা কথা বলিয়া আপনাকে উত্তেজিত করিয়া থাকে, তাহা হইলে আপনার উচিত ছিল সত্যের সন্ধান করিয়া হুকুম জারী করা । আমি দ্বীন ইসলাম জারী করিতেছি । মুসলমানদিগকে ইসলাম ধর্ম শিক্ষা দিতেছে । ইহাতে আপনার অসন্তোষের কি কারণ থাকিতে পারে? যাহার ধর্ম সেই বুঝে । আপনি ইসলাম ধর্মের উপর হস্তক্ষেপ করিবেন না। অহাবী ধর্ম নামে দুনিয়ার কোন ধর্ম নাই। আল্লাহ্‌র মনঃপূত ধর্মই ইসলাম। ইসলাম শব্দের অর্থহইতেছে শান্তি । ইসলামী ধরনের নাম রাখা, দাড়ি রাখা, গোঁফ ছোট করা, ঈদুল আজহার কোরবানী করা ও আকীকাতে কোরবানী করা মুসলমানদিগের উপর আল্লাহ্‌র ও আল্লাহর রাসূলের আদেশ । মসজিদ প্রস্তুত করিয়া আল্লাহ্‌র উপাসনা করাও আল্লাহর হুকুম । আপনি ইসলাম ধর্মের আদেশ, বিধি-নিষেধের উপর হস্তক্ষেপ করিবেন না। আমি আশা করি আপনি আপনার হুকুম প্রত্যাহার করিবেন।

সৈয়দ নিসার আলী ওরফে তিতুমীর ।” (দ্রঃ অমলেন্দু দে, ; শহীদ তিতুমীর) - চেপে রাখা ইতিহাস; গোলাম আহমেদ মোর্তাজা।