সংবাদদাতা: 
 বর্ধমান সংযোগ হিউম্যান অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে তিনটি বই প্রকাশিত হয়। সংযোগ বর্ধমান এর সভাপতি ড. সচ্চিদানন্দ রায় এবং সম্পাদক ড. সৌমেন রায় সম্পাদিত “কোভিড-19 ও সমকালীন বিশ্ব: বিষয়ও ভাবনা “নামক বইটি উদ্বোধন করেন ড. দেবাশিস নন্দি। পুরুলিয়ার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক উত্তম দে রচিত নারীবাদ বিষয়ক বইটি উদ্বোধন করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন এমিরিটাস প্রফেসর ড. অনুরাধা মুখার্জি। বিশিষ্ট শিক্ষাবিদ রবি বিশ্বাস কতৃক রচিত ইতিহাসবেত্তা: ব্যতিক্রমী সংগীতশিল্পী দেওয়ান কার্তিকেয়চন্দ্র রায় নামক গ্রন্থটি উদ্বোধন করেন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক শ্রীমতি সুব্রতা ঘোষ রায়। সংযোগ বর্ধমান হল একটি সামাজিক উন্নয়ন ও গবেষণামূলক প্রতিষ্ঠান। 



এই প্রতিষ্ঠান মূল লক্ষ্য হলো পশ্চিমবঙ্গের অনগ্রসর এলাকার মানবসম্পদ তথা শিক্ষার্থীদের প্রত্যক্ষ সহযোগিতার মাধ্যমে উচ্চশিক্ষা আঙিনায় পৌঁছে দেওয়া। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  প্রাক্তন অধ্যাপক ড. দেবপ্রসন্ন বিশ্বাস, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. সুভাষ ঘোষ, বিশিষ্ট মানবাধিকার কর্মী সংগ্রাম মিত্র। 



এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অন্যতম শীর্ষ আধিকারিক সম্মাননীয় শ্রী প্রবীর ঘোষ রায় মহাশয়। এছাড়াও এই অনুষ্ঠানে কলকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বহু গুণীজন, অধ্যাপক ও অধ্যাপিকা, এবং সংযোগ এর সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষা বিশিষ্ট শিক্ষিকা সুপর্ণা পাল মহাশয়া।