হাওড়া জেলার বিশিষ্ট কবি ও সমাজকর্মী সে কামারুল ইসলামের কাব্যগ্রন্থ "প্রবেশ প্রতীক্ষা" প্রকাশিত হলো



সেখ মইদুল আলি, হাওড়া,

 নিরব আলো প্রকাশনী থেকে কৃষ্ণ পদ ঘোষ মেমোরিয়াল সভাঘরে ৩০শে সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে  প্রকাশিত হলো কবি ও সমাজকর্মী সেখ কামারুল ইসলামের আরও একটি কাব্যগ্রন্থ 'প্রবেশ প্রতীক্ষা'। ৪৮ পাতার এই কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে তাঁর রচিত এই সময়ের নির্বাচিত 48টি কবিতা।



 প্রসঙ্গত উল্লেখ্য ২০২২ সালে যৌথকাব্যগ্রন্থ 'জোড়া বাণ্ডিল'-র পর এটি তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবি বৈজয়ন্ত রাহা, বর্ষিয়ান মিহির কুমার ঘোষাল, সাহিত্যিক বরুণ চক্রবর্তী প্রমুখ।
এদিন সেখ কামারুল ইসলামের কাব্যগ্রন্থের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আরও ১৩টি পুস্তিকার মোড়ক উন্মোচিত হয়। 



 সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন সুচন্দ্রা বিশ্বাস। কবির হাতে বিদ্যাসাগর সাহিত্য সম্মান ২০২৩ তুলে দেন সম্মানীয় মিহির কুমার ঘোষাল মহাশয়।