সৃজনশীলতার ছোঁয়ায় রঙিন হয়ে উঠল আই.সি.সি.আর প্রাঙ্গণ। অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ‘পেন উৎসব ২০২৫’।
২ মে উৎসবের শুভ সূচনায় উপস্থিত ছিলেন অভিনেতা সুপ্রিয় দত্ত, প্রাক্তন বিচারপতি শুভ্রকমল মুখোপাধ্যায় এবং অভিনেতা লোকনাথ দে। ৪ মে পর্যন্ত চলল এই অনন্য প্রদর্শনী। উৎসবটির আয়োজক সায়ক আঢ্য ও তার টিম।
এখানে প্রদর্শিত হয়েছে ডট পেন, বলপয়েন্ট পেন, জেল পেন, ফাউন্টেন পেন সহ প্রায় ৪ থেকে ৫ হাজার পেন।
উৎসবে ছিল লাইভ ইন্ক মিক্সিং সেশন, সাথে ক্যালিগ্রাফি শেখার ও দেখার সুযোগ। এক কথায় যারা লেখার যন্ত্র ও ক্যালিগ্রাফিতে আগ্রহী তাদের জন্য এটি ছিল এক স্বপ্নময় মিলনস্থল।
0 Comments