ভালোবাসা কোথাও যখন ফেলে শেষ শ্বাস
বিলিয়ে দেয় শরীর খুলে অন্তর্বাস
সুপ্ত কামাসক্ত মন জাগরিত হয়
নিষ্পাপ নিথর দেহ পথে পড়ে রয়।

মিশে যায় সেই লাশ মিছিলের দলে
দীপ্তকণ্ঠে সবাই প্রতিবাদে বলে----
ধ্বংস হোক বর্বর পুরুষ সমাজ
সমাজে নারী কেন নিপিড়িতা আজ ?

আইনের পাতায় লেখা ধর্ষকের ফাঁশি
মনকষ্টে ডুকরে কাঁদে ধর্ষিতার মাসি-
মা মামা আত্মীয় পরিজন সবে
কবে যে এই সমাজ বিবর্তিত হবে ?

মুখে কালো রুমাল বেঁধে নাকে চশমা তুলে
মিশে যায় সভ্যতা মিছিলের দলে।
আইনের দরবারে টোকা মারে দাবি
গান্ধীমার্কা থোকা থোকা আইনের চাবি
গোপনে বিক্রি হয় মরীচিকার দামে ।


বিচারের দাবি নিয়ে চলে প্রহসন
নাকে চশমা তুলে ভাবে যত বিদ্যজন
পাল্টে যায় আইন কালের কবলে
মিশে যায় সভ্যতা স্বার্থান্বেষীর দলে।